ঢালিউড কুইন অপু বিশ্বাস অনেকদিন ধরেই সিনেমার পর্দায় অনুপস্থিত থাকলেও স্টাইল ও ফ্যাশনে ঠিকই বাজিমাত করছেন। নিজেকে নতুন নতুন লুক ও ফটোশুটে ভিন্নভাবে উপস্থাপন করছেন, যা ভক্তদের দারুণ ভাবে মুগ্ধ করছে। সম্প্রতি এক ব্রাইডাল ফটোশুটে অপুকে দেখা গেল একদম নতুন রূপে। লাল-সাদার ট্র্যাডিশনাল কস্টিউমে অপু বিশ্বাসকে দেখে যে কেউ বলবেন – “এ যেন এক অন্য রকম অপু।
শনিবার (৮ মার্চ) রাতে নিজের ফেসবুক পেজে পাঁচটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। পরনে সাদা এমব্রয়ডারি করা আনারকলি গাউন, সাথে লাল ওড়না। গর্জিয়াস লুক বাড়িয়ে দিয়েছে ড্যাংগেল ইয়ারিং, রুদ্রানি নেকলেস ও টিকলি। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনেও দিয়েছেন এক শক্তিশালী বার্তা। ক্যাপশনে অপু লিখেছেন- ‘স্টাইল ইজ ওয়ে টু সে হু ইউ আর উইতআউট স্পিকিং (Style is a way to say who you are without speaking)। অর্থাৎ, কথা না বলেও নিজেকে প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো স্টাইল। ক্যাপশনে তিনি আরও যোগ করেছেন ঈদের বিশেষ কাজ।