মুন্সীগঞ্জের সিরাজদিখানে শুরু হয়েছে পুলিশের অল-আউট অভিযান। শনিবার (৮ মার্চ) উপজেলার মালখানগর, রশুনিয়া ও কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিজানে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ ফিরোজ কবিরের নেতৃত্বে ছিলেন সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার এ এন এম ইমরান খান, থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমানসহ পুলিশ ও ডিবি সদস্যরা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ ফিরোজ কবির বলেন, বর্তমান যুব সমাজকে গ্রাস করেছে এই মাদক। আর তা থেকে সৃষ্টি হচ্ছে সমাজে নানান রকম অপরাধ। সে কারণে মাদক ব্যবসায়ী ও মাদকের অপব্যবহারকারীদের বিরুদ্ধে অলআউট অভিযান অব্যাহত থাকবে যা পর্যায়ক্রমে সারা জেলাতে বিস্তৃত হবে