গণ-অভ্যত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান সম্পর্কে বেশ ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে। আর এতে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী উদ্বেগ জানিয়েছেন। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে কনক্লেভে এক ইন্টারেক্টিভ অধিবেশনে তিনি চীন, পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন।
ভারত পাকিস্তান ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কে তিনি বলেন, “যেহেতু আমি বলেছি, সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে একটি দেশ রয়েছে, সেই দেশের সঙ্গে আমাদের প্রতিবেশী যেকোনো দেশের সম্পর্কের ব্যাপারে আমি উদ্বিগ্ন। আমার চিন্তিত হওয়া উচিত, কারণ সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে। এটিই আমার উদ্বেগের প্রধান বিষয়”।
তিনি আরও বলেন ভারত-বাংলাদেশের বর্তমান সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী। তাছাড়া বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর দৃঢ় সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন।