জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মাগুরায় ধর্ষণের শিকার সেই ৮ বছরের শিশুটি। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শনিবার (৮ মার্চ)ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামা এ তথ্য জানান। তিনি জানান, ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ। শিশুটির জিসিএস মাত্রা ৪-এ নেমে এসেছে। শিশুটির চিকিৎসার জন্য ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হত্যাচেষ্টার সময় গলাতে যে ইঞ্জুরি হয়েছে সেটার জন্য তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা হচ্ছে, শরীরে জ্বর আছে এবং নিউমোনিয়ার সম্ভাবনা রয়েছে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানেই বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে তার বোনের শ্বশুর হিটু শেখসহ ৩ জন শিশুটির গলা চেপে ধরে ধর্ষণ করে এবং গলা টিপে হত্যার চেষ্টাও করে।
এ ঘটনায় অভিযুক্ত হিটু শেখের কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। পুলিশ জানায়, অভিযুক্ত শ্বশুর হিটু শেখের পর গ্রেফতার করা হয়েছে দুলাভাই সজীব শেখকেও। বাকিদের ধরতেও কঠোর অবস্থানে আছেন।