গতকাল ৭ মার্চ শুক্রবার , চেন্নাইয়ের রোয়াপেট্টাহ এলাকায় YMCA মাঠে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেছিলেন সুপারস্টার অভিনেতা ও রাজনীতিবিদ থালাপথি বিজয়। এই ইফতার অনুষ্ঠানে প্রায় ৩,০০০ মানুষ অংশ নিয়েছিলেন, যেখানে বিজয় নিজেও রোজা রেখে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এই ইফতার পার্টিতে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ আমন্ত্রিত ছিলেন এবং চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিলেন।
বিজয় সকলকে তার আমন্ত্রণ ইফতারে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। এবং অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অভিনেতাকেও অনেক প্রাণোচ্ছল বলে মনে হয়েছিল। অভিনেতার একটি ফ্যান পেজ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ছবিতে তাকে আমন্ত্রিত ব্যক্তিদের সাথে সৌজন্য বিনিময় করতে ও দোয়া করতে এবং ধর্মীয় রীতি মেনে তাদের সাথে ইফতার করতে দেখা গেছে।