বাংলাদেশের গনতান্ত্রিক রুপান্তর ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণ নারী অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেছেন, নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী করে নতুন বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে।
নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ণে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে এদেশের নারীরা। দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি ও অংশীদারিত্ব নিশ্চিত করতে বহু কার্যক্রম বাস্তবায়ন করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। তবে দেশের বর্তমানে নারীদের যে সহিংসতা রয়েছে তা খুবই উদ্বেগজন। সরকার নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।