বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি কিছুদিন আগেই জানিয়েছেন বাবা-মা হওয়ার কথা। গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের হাতের ওপর পায়ের দুটি মোজার ছবি শেয়ার করেন কিয়ারা।
এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে কিয়ারা ‘ওয়ার ২’, ‘টক্সিক’- ছবির শুটিং দ্রুতই শেষ করতে চাইছেন। ছবি দুটির শুটিং শেষ হলেই মাতৃত্বকালীন ছুটিতে যাবেন তিনি।
ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত ‘ডন ৩’ ছবিকে ঘিরে দীর্ঘদিন ধরেই চর্চায় ছিলেন তিনি। তবে এবার অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সুপারহিট ফ্র্যাঞ্চাইজির এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা। তবে নিজের পেশাগত জীবনের চেয়ে মাতৃত্বকে আগে রেখেছেন তিনি। জানা গেছে কিয়ারা মা হওয়ার কিছু মাস পরই আবার কাজের জগতে ফিরবেন।