৬ বছর আগে সংবিধানের ৩৭০ নং ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মিরে পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে ভারত। বুধবার ৫ মার্চ ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্কট্যাংক সংস্থা চ্যাথাম হাউসকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ নেওয়া।
তিনি আরও বলেন, এ ইস্যুতে আমরা ধাপে ধাপে এগোচ্ছি আর অনেকটা পরিকল্পনা মোতাবেক সাফল্যের নিকটেও পৌছে গেছি। জম্মু-কাশ্মিরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে, সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করা হবে। ১৯৪৭ সালে ব্রিটেনের ঔপনিবেশিক শাসন থেকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা লাভের সময় থেকে কাশ্মির সংকটের শুরু হয়েছে তাই যদি পরিকল্পনাটা সফল হয় তবে কাশ্মির ইস্যু নামে আর কোনো সংকট থাকবে না।