বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলায় খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার (৬ম মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। পাশাপাশি গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের কারাসাজার রায় বাতিল ঘোষণা করা হয়েছে।
এর আগে ওই মামলায় ২০১৬ সালের ২১ জুলাই হাইকোর্ট রায় দেন। রায়ে বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা অর্থদণ্ড দেন হাইকোর্ট। আর আল মামুনকে দেওয়া সাত বছরের কারাদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনা চেয়ে গত বছর লিভ টু আপিল (আপিলের অনুমতি) করেন গিয়াসউদ্দিন আল মামুন। আপিল বিভাগ তা মঞ্জুর করে ৪ মার্চ শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ৬ মার্চ দিন রাখেন। পরে আদালত মামুনের করা আপিল মঞ্জুর করে সাজার রায় বাতিল ঘোষণা করেন আর তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলার অভিযোগের কোন সত্যতা ও সারবত্তা না পেয়ে খালাস দেন।