পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন করেছেন আইনজীবিরা। বৃহস্পিতবার (৬ মার্চ) জেলা আইনজীবী সমিতির সদস্য ও উপজেলার জেষ্ঠ্য আইনজীবি হাফিজুর রহমান চুন্নু জানান, সকাল থেকেই কোন আইনজীবি এজলাসে উপস্থিত হইয়নি।
এর আগে গতকাল (৫ মার্চ) সকালে চৌকি আদালত আইনজীবী ভবনে আইনজীবীদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সাধারণ বিচারপ্রার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে। ম্যাজিষ্ট্রেট আশিষ রায়কে অপসারণ করা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন আইনজীবিরা।