পটুয়াখাীলী কলাপাড়ায় “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যের আলোকে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গণ সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য রেলিটি মহাসড়ক প্রদক্ষিন করে এবং ইউনিয়ন পরিষদ ভবনে আলোচনা সভা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান। তিনি বলেন, ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন ইউনিটে নতুন স্বেচ্ছাসেবক ভর্তি ও পুরাতনদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন সিপিপি উপজেলা টিম লিডার মো. আ. মোতালেব হাওলাদার, নীলগঞ্জ ইউনিয়নের ২১ টি ইউনিটের টিমলিডার, সিপিপি সেচ্চাসেবক ও গণমাধ্যম কর্মীরা।