গাজা পুনর্গঠনে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিপরিতে , মিসরের দেওয়া প্রস্তাব আরব দেশগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) কায়রোতে আয়োজিত আরব লীগ সম্মেলনে এ পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ কথা জানিয়েছেন। গাজা পুনর্গঠনে ৫ হাজার ৩০০ কোটি ডলারের প্রয়োজন হবে, এর জন্য গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প গাজার বাসিন্দাদের মিসর ও জর্ডানে পাঠিয়ে দিয়ে গাজায় উপকূলীয় পর্যটন শহর গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মিশরের প্রেসিডেন্ট তা প্রত্তাখান করে দেন। আল জাজিরার প্রতিবেদনানুযায়ী, যিনি ছয় মাসের জন্য গাজার প্রশাসন পরিচালনা করবেন তিনিই সতন্ত্র কমিটির প্রধান হবেন। তবে তাঁর নাম প্রকাশ করা হয়নি। কমিটিটি গাজায় প্রশাসন পরিচালনা করবে।