সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় (এসএআইএফএফএফ) তিনটি পুরস্কার পেয়েছে বাংলা সিনেমা ‘বিনোদিনী’। এর পাশাপাশি ‘সেরা অভিনেত্রী’-র পুরস্কার পেয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এছাড়া ক্যারিয়ারের প্রথম বাংলা ছবি ‘বিনোদিনী’র কারণে ‘বেস্ট ডিরেক্টর’-র খেতাবও পেয়েছেন রামকমল মুখার্জী।
পুরস্কার পাওয়ার প্রসঙ্গে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘দর্শকদের ভালোবাসার পরে আন্তর্জাতিক স্তরে সম্মান পেল ছবিটি । রিয়েকশনগুলো পেয়ে মনে হয়েছে যাবতীয় কষ্ট সার্থক। ফ্লোরিডায় হাউজফুল শো তারপরে তিনটা অ্যাওয়ার্ড পাব, এটা ভাবতেই পারিনি।’
পরিচালক রামকমল মুখার্জী আরও বলেন, খুব সিগরই ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ আসছে, ‘বিনোদিনী’-এর থেকে একেবারে ভিন্ন মেজাজের এই ছবিটি।