জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “পুরোনো সংবিধান আর পুরোনো শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়”। মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘শুধু সরকার পরিবর্তন করলেই জনগণের কল্যাণ নিশ্চিত সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্রও বাস্তবায়ন করা সম্ভব নয়’। ৭১ থেকে ২৪ এর গণ-অভ্যুত্থান বহু প্রতিবন্ধকতা পেরিয়েছি। স্বাধীন রাষ্ট্র পেলেও, সার্বভৌমত্ব নিয়ে বার বার হুমকির মধ্যে পড়তে হয়েছে। এতে গণতান্ত্রিক প্রচেষ্টাগুলো বার বার ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি।
এসময় দলটির কার্যক্রমের কথা তুললে আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জাতীয় নাগরিক পার্টির প্রথম লক্ষ্য হচ্ছে সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃতি করা।