রাহুল গান্ধীর ‘ভারত জড়ো যাত্রায়’ অংশ নেওয়া ২২ বছরের তরুণী হিমানি নারওয়ালকে নির্মমভাবে খুন করা হয়েছে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারী রোহতকের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে একটি পরিত্যক্ত নীল স্যুটকেসে থেকে হিমানি নারওয়ালের মরদেহ উদ্ধার করা হয়। হিন্দুস্তান টাইমসের মাধ্যমে জানা যায় স্থানীয় সময় শনিবার (১ মার্চ) এই ঘটনা প্রকাশ্যে আসে।
ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, হিমানির সাথে গ্রেপ্তারকৃত যুবকের প্রেমের সম্পর্ক ছিল, হিমানি ওই যুবকের কাছে থেকে ব্লাকমেইল করে অর্থ আত্নসাত করেছে বলেও অভিযোগ ওঠে। সেই ক্ষোভেই হিমানিকে খুন করা হয়েছে কি না তা তদন্ত করছে বলে পুলিশ জানায়।