নেটফ্লিক্সের ‘মহারাজ’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন আমির খান-পুত্র জুনাইদ খান। এই ছবিতে তাঁর অভিনয় দর্শকের মন জয় করেছিল। সম্প্রতি ‘লাভইয়াপা’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে আমির খানের পুত্র জুনাইদ খানের। এই রোমান্টিক কমেডি ছবিতে শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে খুশি কাপুর জুনাইদের নায়িকা ছিলেন।
দক্ষিণি ছবি লাভ টুডের হিন্দি রিমেক সিনেমা হলো ‘লাভইয়াপা’। লাভ টুডে ছবিটি দেখে দারুণ লেগেছিল জুনাইদের। তবে এই ছবির চরিত্রের সঙ্গে নিজেকে কোনোভাবেই মেলাতে পারেননি জুনাইদ। তিনি বলেন, ‘লাভইয়াপা’ ছবির চরিত্রটি আমার একদম বিপরীত ব্যক্তিত্ব ছিল। তবে মহারাজ ছবির চরিত্রের সঙ্গে নিজের কিছুটা মিল খুঁজে পাই।
এক সাক্ষাৎকারে আমির খান বলেন আমি মেন্টর হতে পারি তবে জুনায়েদ আমার থেকে কোন পরামর্শ নেন না। একথার জবাবে জুনাইদ জানায়, বিশেষ কোন প্রয়োজন হলেই তবেই আমি বাবার কাছে যাই তাছাড়াও প্রযুক্তি বিষয়ে তার জ্ঞান ভরপুর। তবে কখনো ছবির বিষয়ে আলোচনা হয়নি তার সাথে।