ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাফতরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মাধ্যমে জানা যায় স্থানীয় সময় শনিবার (১লা মার্চ) এই আদেশ দেন তিনি।
ডোনাল্ড ট্রাম্পের এ আদেশের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একটি আদেশ বাতিল করা হয়েছে। পূর্বের আদেশে সরকারি ও ফেডারেল অর্থায়নপ্রাপ্ত সংস্থাগুলোকে ইংরেজি না জানা ব্যক্তিদের ভাষাগত সহায়তা দেওয়া বাধ্যতামূলক ছিলো। তবে ট্রাম্পের নতুন আদেশে বলা হয়েছে ইংরেজিকে দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা হলে তা কেবল যোগাযোগকেই সহজতর করবে না, বরং অভিন্ন জাতীয় মূল্যবোধকেও শক্তিশালী করবে। আরও সুসংহত ও দক্ষ সমাজ গঠনেও এটি সাহায্য করবে।
তিনি আরও বলেন, নতুন আমেরিকানদের মাধ্যমে, আমাদের জাতীয় ভাষা শেখার ও গ্রহণকে উৎসাহিত করার নীতি যুক্তরাষ্ট্রকে এবং আমেরিকান স্বপ্ন অর্জনে নতুন নাগরিকদের ক্ষমতায়ন করবে।