বুধবার, ০৩ জুলাই ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলা পরিষদের নতুন অভিভাবক মাহবুব উল্লাহ কিসমত 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৭ Time View

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদের নতুন অভিভাবক অর্থাৎ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন কিসমত।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপে শ্রীনগর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সাবেক সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত। শ্রীনগর উপজেলায় ৯৩টি কেন্দ্রে হয় ভোট গ্রহন। প্রতিটি কেন্দ্রেই ছিলো নারী ভোটারের উপস্থিতি বেশি। দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম মাহবুব উল্লাহ কিসমত ৭৫৯১টি ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হোন। তিনি মোট ভোট পান ৫৭২৩১ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের মশিউর রহমান মামুন পান ৪৯৬৪০ ভোট ও আনারস প্রতীক ওয়াহিদুর রহমান পান ১০১৫৯ ভোট

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে মো.কামরুল হাসান ৩২৬৫৫ ভোট পেয়ে নির্বাচিত হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুজ্জামান মৃধা কামরুল তালা প্রতীক নিয়ে ৩২০৫৩ ভোট পান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে মোসা: সামছুন নাহার ৩৭৬২৫ ভোট পেয়ে নির্বাচিত হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফিরুজা বেগম কলস প্রতীক নিয়ে পান ৩০১৩৭ ভোট।

বুধবার (২৯-০৫-২০২৪ খ্রীঃ) সকাল হতে ৩য় ধাপে শ্রীনগরে সকাল ৮টা হতে শুরু হয় ভোট গ্রহন। ভোট শুরু হওয়ার আগে থেকেই ভোটাররা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ান। ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও স্বতঃস্ফূর্ত ভাবে ভোটাররা ভোট প্রদান করেছে।

উল্লেখ্য, শ্রীনগর উপজেলায় মোট ভোটার ২৫৭৩৫৮ ভোট। প্রদত্ত ভোটের সংখ্যা ১২০৩৫০ টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩২২০ টি। মোট বৈধ ভোটের সংখ্যা ১১৭১৩০টি। শ্রীনগর উপজেলায় প্রদত্ত ভোটের শতকরা হার ৪৮.৭৯%।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com