এবারের ঈদ উপলক্ষে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন। এ গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার এবং সুর ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক সম্রাট আহমেদ। এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। ইউটিউব কমিউনিটিতে চ্যানেলটি জানিয়েছে, ঈদকে কেন্দ্র করেই আসিফের এই গানটি আসছে।
এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, গানটির কথা খুব ভালো। সম্রাট এ প্রজন্মের খুব মেধাবী একজন সংগীত পরিচালক হিসেবে গানটিতে চমৎকার সুর ও সংগীত আয়োজন করেছে। আশা করি, আমার অন্য গানগুলোর মতো এই গানটিও শ্রোতাদের বেশ ভালো লাগবে। তিনি আরও বলেন, স্টেজ শোয়ের পাশাপাশি গান রেকর্ড করছি। ঈদে আরও কয়েকটি গান আসতে পারে, সেগুলো নিয়েও কাজ করছি।