ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা ‘বরবাদ’ এর টিজার প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক মিনিট ৪৪ সেকেন্ডের টিজার শাকিব খানের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। টিজারটি শেয়ার করে শাকিব লিখেছেন, ‘ভালোবাসা ও যুদ্ধের জন্য সবকিছুই ন্যায়সঙ্গত।
এই সিনেমাতে দেখা যাবে ঢাকায় চলচিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও কলকাতার ইধিকা পালকে। এছাড়াও আরও থাকছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও যিশু সেনগুপ্তসহ আরও অনেকে। এই সিনেমার তরুণ পরিচালক মেহেদী হাসান হৃদয় , যারা অভিনয় করেছেন তাদের চরিত্রের একটা ধারণা দিয়েছেন ।
টিজারে শাকিব খানকে দেখা গেছে ভয়ংকররুপে। তার সংলাপে উঠে এসেছে- ছবির নায়িকা ইধিকার জন্য সব কিছু বরবাদ করতে পারেন তিনি। ইতিমধ্যে টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ইতিবাচক প্রভাব ফেলেছে।