সিকান্দারের বিধ্বংসী টিজার দিয়ে ফের দর্শকমহলে ফের সাড়া ফেলেছেন সালমান খান। প্রথম লুক দিয়েও বেশ আলোচনায় ছিলেন ভাইজান। সম্প্রতি সালমান খানের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এসেছে ‘সিকান্দার’র সিনেমার টিজার। বরাবরের মতো এবারও তাকে দেখা যাবে লড়াইয়ের চরিত্রে।
সিকান্দার সিনেমাতে ‘সঞ্জয়’ চরিত্রের অভিনয় করছেন সালমান খান। কিন্তু, তার ঠাকুমা তাকে ডাকতেন ‘সিকান্দার’ বলে। সিনেমাটিতে অসহায় মানুষদের জন্য লড়াই করেন ‘সিকান্দার’। ছবিতে তার একটি সংলাপ হলো বিচার চাইতে আসিনি, হিসাব মেটাতে এসেছি।
সিনেমাটিতে ভাইজানের বিপরীতে দেখা যাবে রাশমিকাকে। সালমানের সঙ্গে তার এই রসায়ন দেখতে দর্শকও বেশ আগ্রহী হয়ে আছেন। সালমানকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালের ‘টাইগার ৩’ সিনেমায়। তারপর থেকে বেশ কিছু সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে। তাই ‘সিকান্দার’ সিনেমাটি নিয়ে সালমান ভক্তদের উত্তেজনা রয়েছে তুঙ্গে।