বিজ্ঞ আদালতের নির্দেশ পরোয়া না করে রাতের আঁধারে জোরপূর্বক আজাহার হাওলাদার (৭০)নামের এক ব্যক্তির দোকান ঘরসহ জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের ছোটগাবুয়া গ্রামে। অভিযুক্তরা হলেন একই গ্রামের শাহিদা(৩৫) রফিক(৫৫), আবু বসার (৪০), ইমরান (২৫) গং।
ভুক্তভোগী আজাহার হাওলাদার ও তার ছেলে আবুল বাশার জানান, প্রতিনিয়ত জবরদখলকারীদের সন্ত্রাসী হামলার আতঙ্কে দিন কাটছে তাদের। তারা জানান, ১৯৯৮ সালে আব্দুল লতিফ গংয়ের ওয়ারিশ দুই পুত্রের কাছ থেকে জায়গাটি কিনে নেন। এরপর দোকান ঘর নির্মাণ করে সেখানে ৩০ বছর ধরে মোদি- মনোহারী, ষ্টেশনারী, লোহা-লস্কর ও জাল সুতার ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছিলেন তারা। এমতাবস্থায় তারা প্রশাসন থেকে সার্বিক সহায়তার দাবি জানায়।