মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা নাগাদ কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামাকালী মন্দির কমিটির সভাপতি শ্রী জয় প্রকাশ গুপ্ত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর শ্রী হারান দত্ত এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে মানববন্ধন শেষে কালী মন্দির কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল এর নিকট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
স্বারকলিপি সূত্রে জানা যায়, জেলার ফুলবাড়ী উপজেলার ২ নং আলাদিপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুরে (মৌজায় ২৮৯/১৭৫ ও ৬৫৫/৫৯৮ নং দাগে) ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দিরের নামে প্রাপ্ত ২.৩৬ একর জমি (২২২৯ নং দলিল মূল) কে ঘিরে আমিনুল ইসলামের বিরুদ্ধে হুমকি ও জবরদখলের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরেই জাল দলিলের মাধ্যমে উক্ত যায়গা দখলের অপচেষ্টা করে আসছে।
উল্লেখ্য, এ ব্যাপারে ০৪/০১/২০১৯ সালে মহামান্য হাইকোট বিভাগে একটি মামলা দায়ের করা হয়েছিল যা বর্তমানে বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় ভূমিদস্যু আমিনুল ইসলামের নিকট হতে মন্দিরের জমি উদ্ধারে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা কামনা চেয়ে স্বারকলিপি প্রদান করেন মন্দির কমিটি নেতৃবৃন্দ।