যুক্তরাষ্ট্রে বহিরাগত বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের জন্য ট্রাম্প একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। খবর রয়টার্সের সুত্রানুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি এ সিদ্ধান্ত ঘোষণা করেন। যেখানে গোল্ড কার্ডের একটি ব্যবস্থা চালু করা হয়েছে। গোল্ড কার্ডটি যার সাথে থাকবে সে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে পারবে।
বহিরাগত নাগরিকদের জন্য ইবি-ফাইভ ভিসা কর্মসূচির পরিবর্তে এই গোল্ড কার্ডের পদ্ধতি চালু করা হবে। কার্ডটির মুল্য ধরা হয়েছে ৫০ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি টাকারও বেশি।
এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যাদের কাছে গোল্ড কার্ডটি থাকবে তারা গ্রিন কার্ডের মতই সুবিধা ভোগ করতে পারবে। আর দুই সপ্তাহের মধ্যে এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।