পাঠান সিনেমার মধ্য দিয়ে ফ্লপের রাজ্য গুড়িয়ে দিয়ে হারানো সাম্রাজ্যে ফিরে আসেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পাঠানে ‘জিন্দা হ্যায়’ শুনে উচ্ছ্বাসে উপচে পড়েছিলো শাহরুখ ভক্তরা। এরপর থেকেই ‘পাঠান-২’ কবে নাগাদ আসবে তার প্রতীক্ষায় রয়েছে বলিউড বাদশার ভক্তরা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, চিত্রনাট্যকার আদিত্য চোপড়া ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই ‘পাঠান-২’র চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছিলেন। সে হিসেবে দেড় বছরের বেশি সময় লাগলো ‘পাঠান-২’র গল্প শেষ করতে। চিত্রনাট্যের কাজ অনেকটাই এগিয়েছে বলে জানা যায়। এদিকে চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেও ‘পাঠান-২’র পরিচালনা কে করবেন তা এখনো ঠিক হয়নি। তবে ‘পাঠান’ এর পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এই মুহূর্তে ‘কিং’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এপ্রিল মাস নাগাদ তার ঐ ছবির শুটিং শুরু হবে বলে জানা যায়।