বরিশালের ডেনমার্ক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভিপি স্বপনের জমির দুই পাশে দেয়াল তুলে পথ অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় দুই ব্যক্তি আবু খান ও লিটু সরদার। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী স্বপন দেশে না থাকায় আবু খান ও লিটু সরদার তাদের ক্ষমতাবলে স্থানীয় দাপট দেখিয়ে স্বপনের জমির দুপাশে দেয়াল তুলে দেয়। পৌরসভার আইন অনুযায়ে কারো জমি পিছনে থাকলে সেই জমির জন্য রাস্তা রেখে দেওয়াল নির্মান করতে হয় কিন্তু তারা সেটা মানেনি। ফলে বর্ষার মৌসুমে পৌরসভার অর্থায়নে নির্মিত ড্রেন আটকে সুন্দরদী টরকী বন্দর এলাকা প্লাবিত হয়ে জন জীবন দুর্বিশহ হয়ে পড়ে।
এদিকে ভুক্তভোগী স্বপন জানায়, আমি দেশে না থাকায় এবং আমাদেরকে না জানিয়ে আবু খান ও লিটু সরদার আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় এক নেতার দাপট দেখিয়ে জমির দুপাশে দেয়াল নির্মাণ করে চলাচলের পথ অবরুদ্ধ করে দিয়েছে এখন আমার এইখানে যাওয়ার পথও নাই এবং কেন যাওয়ার পথ রাখেনি সেটার উত্তরও তারা দিচ্ছে না। তাই আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি।