‘ওডেলা ২’ নিয়ে একজন শিবভক্ত আরাধ্যার ভূমিকায় আসছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। শিবভক্তর চরিত্রে অভিনয়ের জন্য কাঁধে ঝোলা, কপালে তিলক আর হাতে ডমরু নিয়ে নতুন লুকে এসেছেন দক্ষিণী জনপ্রিয় এই অভিনেত্রী। শনিবার (২২ফেব্রুয়ারি) মহাকুম্ভে গিয়ে সিনেমার টিজার প্রকাশ্যে নিয়ে এলেন তামান্না ভাটিয়া। এই সিনেমাতে অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে দেখা যাবে সন্ন্যাসিনী তামান্নাকে। সন্ন্যাসিনী বেশে তামান্না ভাটিয়াকে ভক্তরা দেখে বেশ মুগ্ধ হয়েছেন।
এর আগে স্ত্রী ২ সিনেমায় দেখা গেছে তামান্নাকে। আইটেম গানে ছিলেন তিনি। তার কোমর দুলুনিতে আজ কি রাত শিরোনামের সে গান ছড়িয়ে পড়েছিল সবার মুখে মুখে।