এক সময়ের ‘রকস্টার’ এবং ‘মাড্রাজ ক্যাফে’র মতো ছবির পরিচিতিখ্যাত বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। ক্যালিফর্নিয়াতে চুপিসারে এক সপ্তাহ আগেই বিয়ে সেরে ফেলেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, নার্গিস ফাখরি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক আমেরিকার ব্যবসায়ী টনি বেগকে। ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাস বহুল হোটেলে বিয়ে হয় তাদের। বিয়েতে একটি সাদা রংয়ের আট তলা কেক কেটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই দম্পতি। নার্গিস ও তার স্বামীর নামের প্রথম অক্ষরের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় ওই কেকে।
এদিকে নারগিস তার ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড থেকে হানিমুনের ছবি শেয়ার করেছেন এবং টনির পোস্ট করা স্টোরিগুলোও শেয়ার করেছেন। এতে নিশ্চিত হওয়া যায়, তারা একসঙ্গেই রয়েছেন এবং একান্ত সময় কাটাচ্ছেন।
প্রসঙ্গত, বলিউডে রণবীর কাপুর, উদয় চোপড়াসহ অনেক নায়কের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও তা বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়নি। জানা যায়, টনি বেগের সঙ্গে তিন বছর প্রেমের সম্পর্কে ছিলেন নার্গিস। এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন নতুন এ জুটি। তবে তাদের বিয়ের ছবি এখনও অন্তর্জালে প্রকাশ পায়নি।