যুদ্ধ সমাপ্তি ঘটানোর চেষ্টার অংশ হিসেবে খনিজ সম্পদ থেকে রাজস্ব ভাগাভাগি করার বিষয়ে ওয়াশিংটনের সাথে চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইউক্রেন বলে মন্তব্য করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
খবর রয়টার্স সুত্রে জানা যায়, গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের উপকণ্ঠে মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা একটি চুক্তির প্রায় কাছাকাছি চলে এসেছি।‘রুশ আক্রমণকারীদের প্রতিহত করার জন্য ওয়াশিংটন ইউক্রেনকে যত বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে তা পুনরুদ্ধার করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এ দিকে, ট্রাম্প প্রশাসন ইউক্রেনে যুদ্ধের অবসানের লক্ষ্যে বৃহত্তর আলোচনার অংশ হিসেবে ‘বিরল আর্থ খনিজ সম্পদের চুক্তির প্রস্তাব দিয়েছে।
ইউক্রেনের প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে যা চীনেও রয়েছে। তাই যুক্তরাষ্ট্র এবার চীনকে টেক্কা দিতেই ইউক্রেনের সম্পদের দিকে নজর দিয়েছে। কেননা ইউক্রেনের কাছে যে সম্পদ রয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ।