উপচার্যের পদত্যাগ ও নতুন নিয়োগসহ ৬ দফা দাবীতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে কুয়েটের শিক্ষার্থীরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে শিক্ষার্থীরা চোখে লাল কাপড় বেধে দুটি বাসে করে ঢাকার পথে রওনা দেন।
প্রতিবাদীর একদল শিক্ষার্থীরা জানান, হামলার আজ ৫ দিন হয়ে গেল, কুয়েটের শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি পাঠ করার তিন দিন হয়ে গেছে। তবুও সরকারের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদবোধ করছে না। তাই নিজেদের অর্থসহায়তায় বাস ঠিক করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাচ্ছি। যতদিন না আমরা নিরাপদ বোধ করছি এবং প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে ততদিন আমরা এখানে ফিরে আসবো না।