পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের ১৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় অত্র বিদ্যালয়ে পতাকা উত্তোলন ও প্যারেড এর মধ্য দিয়ে দিয়ে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও তার সহধর্মিনী নাহিদা রহমান। বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার মোঃ সৈয়দুজ্জামানসহ আরও উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, ২০০৭ সালে বাংলাদেশের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলার জন্য উপজেলায় বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। যা ১৭ বছরের মধ্যেই সম্মানের সাথে সুনাম ছড়িয়ে পড়ে অত্র উপজেলায়।