মহান আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা এবং হাসান গালিবের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে চট্টগ্রামের মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। একই সাথে এবং র্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের মৃত্যুদন্ডের দাবীতেও বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মিরসরাইয়ের উলামা জনতা ঐক্য পরিষদ কর্তৃক এ প্রতিবাদ মিছিল বাদ আসর মিঠাছড়া বাজার থেকে শুরু হয়। এসময় বক্তারা বলেন, দেশে ৯৫% মুসলিম জাতির মাঝে এনসিটিবির পাঠ্যপুস্তক সংস্কার ও পরিমার্জন এর অন্যতম সদস্য রাখাল রাহা ও তথাকথিত কবি হাসান গালিব আমাদের নবীকে নিয়ে কটুক্তি এবং ধৃষ্টতাপূর্ণ আচরণ করে। অন্তর্বর্তীকালীন সরকাকে উদ্দেশ্য করে তারা বলেন যদি রাখাল রাহা এবং হাসান গালিবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয় তবে সমগ্র মুসলিম সমাজকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন।