পটুয়াখালীর গলাচিপায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহানারা বেগম (৪৮) নামের এক নারীকে গ্রেপ্তার করছে পুলিশ। এসময় তার সাথে থাকে ১৫৯২ পিস ইয়াবা জব্দ করা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিকনিকান্দি ইউনিয়নের পূর্ব মাঝগ্রাম ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জয়নাল আবেদীন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জাহানারা বেগম গলাচিপা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। একাজে তিনিসহ তার ছেলের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জের (ওসি) আশাদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে ১৫৯২ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করে। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৭৭ হাজার টাকা।