২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। বেশ কিছু দিন ধরে ঢালিউডের বেশ কয়েক তারকাদের নিয়ে তুমুল আলোচনায় ছিলেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ঢালিউড কিং শাকিব খানের হবু স্ত্রী হওয়া নিয়ে গুঞ্জন! তবে সেসব আলোচনা এখন অতীত। এখন নিজের কাজ নিয়েই ব্যস্ত এই নায়িকা
প্রায়ই দেশের বাইরে দুবাই অবস্থান করতে দেখা যায় এই অভিনেত্রীকে। তিনি চিকিৎসক হিসেবে কর্মরত ছাড়াও নানান ব্যবসার সাথে জড়িত। অভিনেত্রী বেশ কিছু দিন ধরে বিনোদন জগত থেকে দূরে, তাই প্রশ্ন ছিল এবার সিনেমায় ফেরা নিয়ে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমায় ফেরা প্রসঙ্গে মিষ্টি জান্নাত বললেন,
আমি চার-পাঁচ বছর সিনেমা জগতে থেকে আরও ভালো কাজ দর্শকদের উপহার দিতে চাই। এরপর কাজ ছেড়ে দেব কি না জানি না। তবে এমন একটি জায়গায় চলে যেতে চাই, যেমন পাহাড়ে গিয়ে চাষাবাদ করব, কৃষক হয়ে যাব। সেখানে শাক-সবজি চাষ করব। তখন আমি বলব, আমার পদবি ডাক্তার থেকে কৃষক হয়ে গেছে!