বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে থেকে আলোচনায় আসা কনটেন্ট ক্রিয়েটর কাফি, বর্তমানে বই মেলায় তার প্রকাশিত দুটি বইকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত তিনি।
সম্প্রতি বইমেলাতে নারী ভক্তদের সাথে খুনসুটি, হাত ধরা, ফুল দেওয়াকে কেন্দ্র করে নেটিজেনদের মাঝে বিরূপ প্রভাব ফেলে দিয়েছে। কনটেন্ট ক্রিয়েটর SP. Creation, শামীম হাসান, নোমানসহ অনেকেই এব্যাপারে মুখ খুলেছেন। তাদের মতে কাফির মতো লেখকদের জন্যই বই মেলার সৌন্দর্য দিন দিন কমে যাচ্ছে। এর পরেই কাফির সাথে তাদের ভার্চুয়াল বাকবিতন্ডে জড়িয়ে পড়া। শুরু হয় একে অপরকে দোষারোপের প্রতিযোগিতা।
প্রসঙ্গত, কাফি এমন এক ধরণের কনটেন্ট ক্রিয়েটর যার কনটেন্টে কথার ছলে প্রাক্তনকে খোটা দেওয়া ও কুকুরদের সাথে হাস্যরসাত্মকের চিত্র ফুটে উঠে। কখনো রাস্তা থেকে কুকুরদের ধরে নিয়ে রুটি-বিস্কুট খাওয়াচ্ছে বা কুকুরদের শ্রোতা বানিয়ে নানান কথা বলছেন।