দীর্ঘ ৬ বছর পর ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারহিট নির্মাতা এস এস রাজামৌলির সিনেমা ‘এসএসএমবি২৯’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। ‘জঙ্গল অ্যাডভেঞ্চার’ ধাঁচে নির্মিত এই ছবিতে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া।
রাজামৌলি বলেন প্রিয়াঙ্কার চরিত্রটি হবে বেশ শক্তিশালী এবং অ্যাকশনে ভরপুর। এই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নেবেন ৩০ কোটি রুপি যা ভারতীয় সিনেমায় অভিনেত্রীদের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক। বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকেন দীপিকা। কিন্তু দীপিকার এই রেকর্ড ভেঙ্গে ইতিহাস গড়তে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া।
এই সিনেমায় দেখা যাবে আফ্রিকান জঙ্গলের অনেক রোমাঞ্চকর দৃশ্য। প্রিয়াঙ্কা বলিউডে সর্বশেষ সিনেমা করেছিলেন ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’।