গত কয়েক বছর ধরে কোরিয়ান নির্মাতা সিদ্ধহস্তর অ্যাকশন-কমেডির বেশ কয়েকটি সিনেমা ব্যবসা সফল হয়েছিল। তেমনই একটি সিনেমা ‘হিটম্যান: এজেন্ট জুন’। এবার ২০২০ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘হিটম্যান ২’ যা গত ২২ জানুয়ারি মুক্তির পরই বক্স অফিসে ছবিটি ঝড় তুলেছে ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে ‘ হিটম্যান ২’ কোরিয়ান বক্স অফিসে মুক্তির পর থেকেই শীর্ষে ছিল। ২ ফেব্রুয়ারি মুক্তির ১৩তম দিনে ছবিটি দেখেন প্রায় ২০ লাখ দর্শক। বছরের প্রথম কোরিয়ান সিনেমা হিসেবে ‘হিটম্যান ২’ এই রেকর্ড গড়েছে। এখন ছবিটি শীর্ষস্থান হারালেও এর মধ্যেই যথেষ্ট ব্যবসা সফল হয়েছে।
প্রথম কিস্তির মতো এ ছবিও নির্মাণ করেছেন চোই উন-সুব। ‘হিটম্যান ২’তে অভিনয় করেছেন কোন সাং-উ, জুন জুন-হো, হাওয়ং উ-সিউল-হে। কোরিয়ার প্রেক্ষাগৃহে এখনো জমজমাট ভাবে চলছে এই সিনেমাটি।