দেশের সর্বদক্ষিণের পটুয়াখালী জেলার ১৯৫০ দশকের বিশিষ্ট শিক্ষাবিদ ও গলাচিপা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাবেক ম্যাজিস্ট্রেট প্রয়াত মুঃ ইউসুফ মিয়া ও তাঁর স্ত্রী জাহানারা ইউসুফ এর স্মরণে গলাচিপা উপজেলায় মুঃ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার হরিদেবপুর এলাকায় মরহুম ইউসফের ২য় পুত্র বিশিষ্ট কৃষিবিদ মুর্তজা সাইফুল আলম জাকির এর সভাপতিত্বে এ শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম, এডভোকেট মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট ও কোমলমতি শিক্ষার্থীদের স্কুল ড্রেসসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে ইউসুফ জাহানারা কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে ছোট ওয়াজ মাহফিল, দোয়া মুনাজাতও হয়েছিল।