দক্ষিণ কোরিয়ায় বেড়ে ওঠা পপ তারকা জেনি, ২০১৬ সালে ব্ল্যাকপিংক ব্যান্ডে নাম লেখান। এবার তিনি পপ গানের শ্রোতাদের রীতিমত তাক লাগিয়ে ভালোবাসার গান ‘লাভ হ্যাংওভার’এ ঝর তুলেছেন। যেখানে দেখা যায় শেষ শয্যায়ে শুইয়ে আছেন তিনি। আর তার প্রেমিক চার্লস মেল্টন তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন। ‘লাভ হ্যাঙ্গওভার’ গানটি গত শুক্রবারেই মুক্তি পেয়েছে। গ্যানের র্যাপ অংশে দেখা যায় মার্কিন গায়ক ডমিনিক ফাইক। তারা গানের সুরে, কথায় প্রেম আর বিরহ ছড়িয়ে নেটিজেনদের আলোচনায় স্থান নিয়েছেন।
বিলবোর্ডের এক ভোটে গানটি ৬৯ শতাংশ ভোট নিয়ে ১ম স্থানে যায়, যেখানে ২য় স্থানে ১৫ শতাংস ভোটে দ্য উইকেন্ডের ‘হারি আপ টুমরো’।
তাছাড়া গানের পাশাপাশি তিনি অনেক আগেই অভিনয়ের জগতে পা রেখেছেন।