পটুয়াখালীর গলাচিপায় অটোর নিচে পড়ে প্রাণ হারায় বকুল বাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা শিশু দিগন্ত। এ দুর্ঘটনায় একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মানিক বিশ্বাসের বড় ছেলে তাইজুল বিশ্বাস (১৩)এর উপর এ অভিযোগ উঠেছে। কোন প্রকার প্রশিক্ষণ ছাড়াই সে শখের বসে রাস্তায় বেরিয়ে পড়ে অটো নিয়ে। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে অটো চালাচ্ছিল সে। হঠাৎ মায়ের সাথে থাকা শিশু দিগন্তর সামনে ব্রেক করলে ভয়পেয়ে লাফ দিয়ে গাড়ির চাকার নিচে চলে যায় দিগন্ত। তাৎক্ষণিক উদ্ধার করে পটুয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯ টায় উপজেলার বাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া নামক স্থানে।
নিহত দিগন্তের বাবা দীপক জানান, তারা হিন্দু সম্প্রদায় ও গরীব পরিবার হওয়ায় নিজাম খান ও তসলিম খানের উপস্থিতিতে বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলামসহ তার ভাইয়ের ছেলে স্থানীয় প্রভাব খাটিয়ে ফোন আলাপের মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন। এ বিষয়ে চেয়ারম্যান শহীদুল ইসলামের কাছে সত্যতা জানতে চাইলে প্রথমে উত্তেজিত হলেও পরে এলাকাবাসী ও দু’জন পুলিশের উপস্থিতিতে মিলমিশের বিষয়টি স্বীকার করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, মৃত শিশু দিগন্তের বাবা বাদী হয়ে গলাচিপা থানায় এজাহার দায়ের করেন। সড়ক পরিবহন আইনে মামলা নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।