গত ২৯ জানুয়ারি জেলার গলাচিপায় বেসরকারি টেলিভিশন ডিবিসি কর্তৃক একটি খবর প্রচার করা হয়েছিলো। সেই খবরকে কেন্দ্র করে শুক্রবার (৩১ জানুয়ারি) ছেলে মোকছেদুলের বিরুদ্ধে মা আঙেঁচ বেগম গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আঙেঁচ বেগম বলেন, ডিবিসি টেলিভিশনে প্রচারিত নিউজে তার ছবি দিয়ে অন্যের কন্ঠ ব্যবহার করে নিউজ প্রচার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন।
ঝরনা বেগম ও ছাবরিনা বেগম বলেন, তাদেরকে স্বাক্ষী রেখে মো. নেছার উদ্দিন প্রিন্সের নিকট থেকে ঘর ক্রয় বাবদ ২৫ লাখ ও গাছ বিক্রির টাকা মায়ের মাধ্যমে মোকছেদুলকে বুঝিয়ে দেয়া হয়।
এদিকে মো. নেছার উদ্দিন প্রিন্স তার বক্তব্যে জানান, ডিবিসি টেলিভিশনে ঢাকা সাংবাদিক হিসেবে কাজ করে আমার ভাগিনা অপু। সে তার কর্মস্থল ডিবিসি হতে আমাকে নিয়ে যে নিউজ প্রচার করেছে তার সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।
নিউজে বিভিন্ন তথ্য গোপন ও মিথ্যা তথ্য প্রচার করায় বিবিসি টেলিভিশনের কর্তৃপক্ষের সু-দৃষ্টির কামনা জানান