টলিউড ছাড়িয়ে বলিউডেও একাধিক সিনেমায় কাজ করে প্রশংসা কুড়িয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার বলিউড অভিষেক হয়েছিল বিদ্যা বালানের ‘কাহানি’ সিনেমার মাধ্যমে। এরপর আনুশকা শর্মার সঙ্গে ‘পরী’ এবং তৃপ্তি দিমরির সঙ্গে ‘বুলবুল’ সিনেমায় অভিনয় করেছেন। বলিউডের তিন নায়িকার সঙ্গে কাজ করলেও, প্রতিভার ভিত্তিতে পরমব্রত বিদ্যা বালানকে এগিয়ে রাখছেন। সম্প্রতি কলকাতায় এক ইভেন্টে অংশ নিয়ে ব়্যাপিড ফায়ার রাউন্ডে তিনি জানান, বিদ্যা বালানই সবচেয়ে প্রতিভাবান, যেখানে তৃপ্তি দিমরি তার নিচে অবস্থান করছেন।
অন্যদিকে, তৃপ্তিকে এই মুহূর্তে ভারতের ‘জাতীয় ক্রাশ’ হিসেবে অভিহিত করা হচ্ছে। সে প্রসঙ্গে পরমব্রত বলেন, “তৃপ্তি খুব অল্প বয়সে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন, এবং তাকে অনেক কিছু শিখতে হবে। তবে বিদ্যা, তিনি যা-ই করুক না কেন তার ক্লাসটাই আলাদা।”
গেল সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের থ্রিলার সিনেমা ‘সত্যিই বলে সত্যি কিছু নেই’। এতে পরমব্রত ছাড়াও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, অনন্যা চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ।