ইতিমধ্যেই ছোটপর্দায় একজোটে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন এফএস নাইম ও রাফিয়াত রশিদ মিথিলা। এবার চমক নিয়ে বড় পর্দায় আসছেন একই সাথে দুজন। সম্প্রতি অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে তাদের। পাশাপাশি দেখা যাবে ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠুসহ অনেককেই।
২০২০-২১ অর্থ বছরের অনুদানকৃত ‘জলে জ্বলে তারা’ সিনেমার করোনাকালীন সময়ে শুটিং শুরু হয়েছিল। তবে সিনেমাটির শুটিং ৩ সপ্তাহে শেষ হলেও একাধিকবার পেছানো হয় মুক্তির তারিখ।
সকল জল্পনা কল্পনা শেষে নির্মাতা অরুণ চৌধুরি আসন্ন ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ১৪ই ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, যেহেতু সিনেমাটি রোমান্টিক গল্পকে কেন্দ্র করে নির্মিত আর এর সবগুলোই গান রোমান্টিক যা দর্শকদের এক ভিন্ন অনুভুতি দিবে।