সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভেসে বেড়াচ্ছে একটাই ডায়লগ ‘চাচা বাড়ি ঘর এত সাজানো কেন, হেনা কোথায়’। ডায়লগটি প্রেমের সমাধি সিনেমার, যা ১৯৯৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রেমের সমাধি চলচ্চিত্রের মতো প্রেমগীত, হারানো প্রেম, ভুলোনা আমায়, বুক ভরা ভালোবাসা, ভালোবাসা কারে কয় চলচ্চিত্রে ত্রিভুজ প্রেমের ছবিতে ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে “ব্যর্থ প্রেমিক” হিসেবে আলাদা পরিচিতি লাভ করেছেন নায়ক বাপ্পারাজ।
প্রেমের সমাধি সিনেমাতে দেখা যায় নায়েকা সাবনমের চোখ অপারেশনের জন্য নিজের কিডনি বিক্রি করে টাকা জোগাড় করেন তিনি। কিন্তু ফিরে এসে দেখেন নায়েকা হেনার বাড়ি-ঘর সাজানো তখনি তিনি নায়েকার বাবাকে বলে উঠেন ‘চানা হেনা কোথায় বাড়ি ঘর এত সাজানো কেন।
অনেক দিন পরে সোশাল মিডিয়াতে চরম ভাবে ঘুরপাক খাচ্ছে এই ডায়লগটি কিন্তু এতদিন পর হঠাৎ কেন ডায়লগটি ভাইরাল হল তা এখনো সঠিক ভাবে জানা যায়নি।