লক্ষ্মীপুরে ডাম্পট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। সোমবার (২০ জানুয়ারী) দুপুরে জেলার মজুচৌধুরী হাট-ভোলা-বরিশাল রুটের কালিরচর সড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বিক্ষুব্দ উপস্থিত জনতা ডাম্পট্রাকটি ভাঙচুর চালায়।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর ১২টা নাগাদ চর আলী হাসান থেকে একটি অটোরিক্সা যাত্রী নিয়ে মজুচৌধুরী হাট এলাকায় আসলে বালু ভর্তি একটি ডাম্পট্রাক অটোরিক্সাটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা যাত্রী মুরাদের মৃত্যু হয়। আহতদের সদর হাসপাতালে নিলে অটোরিক্সার অপর যাত্রী আনোয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে অপর যাত্রী আজাদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্দ স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদেরকেও লাঞ্চিত করার ঘটনা ঘটে।
এছাড়া ভাঙচুরের ভিডিও ধারণের সময় বেসরকারী টেলিভিশনের দুই ভিডিও জার্নালিষ্টের উপর হামলা করে বিক্ষুব্দরা।
লক্ষ্মীপুরে সদর থানা পুলিশ জানায়, নিহতরা হলো সদর উপজেলার টুমচর ইউনিয়নের জগৎবাড়ী গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আনোয়ার হোসেন (৪৪) ও একই উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনসুর হোসেনের ছেলে মুরাদ হোসেন।