চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের অফিসিয়াল মোবাইল নম্বর ০১৭১৫- ০৪ ৯৭ ২৫ হ্যাক করে টাকা চেয়েছে এক প্রতারক চক্র। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০ টা ৫৮ মিনিটে হোয়াইটস আ্যাপ ম্যাসেজের মাধ্যমে এ টাকা চাওয়া হয়।
ডিসি অফিসের তথ্য মতে, হোয়াটস অ্যাপ মেসেজে আর্জেন্ট ১৫ হাজার টাকা লাগবে, এখন এই নাম্বারে (০১৬২৩ – ৬৯ ২৬ ৯১ বিকাশ পার্সোনাল) পাঠায় দিয়েন লিখা আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এ ব্যাপারে সবাই সতর্ক থাকার আহবান জানান। তিনি বলেন, খুব দ্রæতই ব্যবস্থা নেয়া হচ্ছে। কেউ যেন ভুল করেও কোন প্রতারকের খপ্পরে না পড়েন। আর কেউ যেন উল্লেখিত নম্বরে কোন টাকা লেনদেন না করেন সে কারণে সকলকে আহবান জানান।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।