নওগাঁর নিয়ামতপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৮০ জন অসহায় ও দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলনে, “এ ধরনের আয়োজন শীতার্ত অসহায় মানুষের সহায় হিসেবে কাজ করবে। সাংবাদিকেরা আগামীর বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি রুহুল আমিন শেখ, কার্যকরী সদস্য রেজাউল ইসলাম সেলিম, রকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক রনজিত মিনজ, সদস্য নাজমুল হক, জাকির হোসেন, আতিক করিম প্রমূখ।