পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে তারুণ্যের উৎসব ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে উপজেলার গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ খেলায় উপজেলার মোট ১২টি ইউনিয়ন অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার শুভ উদ্বোধন করেন। তিনি উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, এ খেলায় অবশ্যই যারা ভালো খেলবে তাদেরকে জেলায় পর্যায়ে পাঠানো হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি)
মোঃ নাসিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ গোলাম সগির, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদি হাসান সিজান, জামায়াত ইসলামের সভাপতি, বিডি ক্লিন এর গলাচিপা প্রতিনিধি নাহিদা বিথী প্রমুখ।
উল্লেখ্য, তারুণ্যের উৎসব নামে অনুষ্ঠানটি আগামী সুন্দর দেশ নির্মাণে ছাত্র জনতার যে ত্যাগ, সেটিকে তুলে ধরার জন্য অনুষ্ঠিত হয়েছিল। যেটা এখনো চলমান আছে। তারুণ্যের উৎসব নামক অনুষ্ঠানকে কেন্দ্র করেই এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।