পটুয়াখালীর গলাচিপা আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। তিনি রবিবার (০৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে গলাচিপা উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত এ স্কুলে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে স্কুলে শিক্ষক মন্ডলীদের নিয়ে একটি আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, গলাচিপা আইডিয়াল স্কুল এন্ড কলেজের দিকে প্রশাসনের নজর রয়েছে। খুব শীঘ্রই স্কুলটিকে সংস্কার করা হবে বলে জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলটির প্রতিষ্ঠাতা অধ্যাপক মোঃ শাহ-আলম, মুহাম্মদ জাকির হোসেন, আমির, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ খালিদসহ ঠিকাদার মোঃ আল আমিন।
অনুষ্ঠানে গলাচিপা আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় সভাপত্বিত করেন স্কুলটির অধ্যক্ষ এইচ এম, আবুল হোসাইন।