বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে, সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ হয়েছে। এরই অংশ হিসেবে শনিবার (০৪ জানুয়ারী) সকাল ১১ টায় রামগড় লেকপাড়ে সদর ইউনিয়ন ও পৌর শাখার কৃষকের উদ্যোগে কৃষক সমাবেশ হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।
এসময় বিশেষ অতিথি উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকদল, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি পারদর্শী বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির উপজাতিয় বিষয়ক সহ সম্পাদ নীলপদ চাকমা, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দীন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা, পৌর ও সদর ইউনিয়ন শাখার কৃষক দলের নেতাকর্মীরা